বৈরি আবহাওয়ায় ট্ররার ডুবিতে ভোলা ও পটুয়াখালীতে ১০ জেলে নিখোজ রয়েছে। মঙ্গলবার বিকেলে বয়ার চরের পূর্ব দিকে ১৩ জেলে নিয়ে ইউসুফ মাঝির ট্রলার ডুবে যায়। এসময় অন্য ট্রলারের মাঝিরা ৫ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও ৮ জেলের সন্ধান পাওয়া যায়নি।
কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কে. এম শাফিউল কিঞ্জল জানান, যে দুটি ট্রলার ডুবছে সে বিষযয়ে কোস্টগার্ড অবগত রয়েছে। এর মধ্যে একটি ট্রলারের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্য ট্রলারের যারা নিখোঁজ রয়েছে তাদেরকে উদ্ধারের জন্য কোস্ট গার্ডের পূর্ব ও পশ্চিম জোনকে জানানো হয়েছে। তারা উদ্ধার অভিযান পরিচালনা করবে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের সমুদ্রগামী জাহাজ না থাকায় তারা এখনো উদ্ধার কাজ শুরু করতে পারেনি। তবে বুধবার সকালে নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ শুরু করবেন বলেও জানান তিনি।
এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে দু’টি মাছধরার ট্রলার ডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে দুই জেলে। নিখোঁজ আট ট্রলারের সন্ধানও মেলেনি।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিæচাপটি ভারতের উড়িষ্যা ও আশপাশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় থেমে থেকে বৃষ্টিপাত হচ্ছে। গতরাতে স্বাভাবিকের চেয়ে বেশি জলোচ্ছ¡াস হয়েছে। এতে জোয়ারের পানি বেড়ে তলিয়েছে নিæাঞ্চল। বৈরি আবহাওয়ায় কারণে ভোলার ঢালচরে ট্রলারডুবির ঘটনায় ৮ জেলে নিখোঁজ রয়েছে।