বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করায় দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার ভারি বৃষ্টির পর শুক্রবার দুপুরেও রাজধানীতে ঝুম বৃষ্টি নামে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুই দিন ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারি বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রোববার থেকে বৃষ্টি কমে যাবে। এদিকে, দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
রাজধানীর আকাশজুড়ে কালো মেঘের ঘনঘটা। এই বুঝি বৃষ্টি হয় হয় অবস্থা। শুক্রবার সকালের চিত্র ছিল এমনি। দুপুরে নেমে আসে বৃষ্টি। এভাবে দুদিন ধরেই বর্ষণ চলছে। কখনও সামান্য আবার কখনওবা ঝমঝমিয়ে।
বৃহস্পতিবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত ঢাকায় ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতিভারী বৃষ্টি হয় ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, সিলেটসহ কয়েক জেলায়।
শরৎকালের এই বৃষ্টিকে স্বাভাবিক বলছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে স্থলভাগে অবস্থান করায় এম বৃষ্টিপাত হচ্ছে বলে জানান আবহাওয়াবিদ।
তিনি জানান, শনিবার পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
রোববার থেকে আকাশ মেঘমুক্ত হবে বলেও জানান তিনি।