আবারও লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবারের এ হামলায় অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। লেবাননে স্থল অভিযান শুরুর পর এই প্রথম লেবাননের রাজধানীতে হামলা করলো দখলদার ইসরাইল। হামলার ভবনটি লেবাননের পার্লামেন্ট ভবনের থেকে বেশ কাছে বলে জানিয়েছে আলজাজিরা।
হামলার বিষেয়ে ইসরাইলের এক মুখপাত্র জানিয়েছে, যে ভবনে হামলা হয়েছে সেটি হিজবুল্লার সংশ্লিষ্ট একটি হেল্থ সেন্টার।
লেবাননে স্থল অভিযান শুরুর পর গত কয়েকদিনে ইসরাইলের আট সৈন্য নিহত হওয়ার পর এই হামলার ঘটনা ঘটলো।
এদিকে, লেবানন-ইসরাইল যুদ্ধ দিনকে দিন তীব্র আকার ধারণ করেছে। দক্ষিণ লেবাননে সরাসরি সম্মুখ যুদ্ধের মুখোমুখি দু’পক্ষ।
হিজবুল্লাহ বলছে, তাদের আক্রমণে ইসরাইলের বেশ কয়েকটি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে। সেই সাথে আট ইসরাইলি সৈন্য প্রাণ হারিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত ২৪ ঘন্টায় দখলদার ইসরাইলের হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৮৫ জন।