বৈষম্য দূর করার জন্যেই কোটার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। শনিবার (১৩ জুলাই) তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কোটা আন্দোলনকারীদের পক্ষ থেকে দফায় দফায় দাবি পরিবর্তন করা হচ্ছে। মনে হচ্ছে তাদের এবিষয়ে ধারণা কম আছে। সংসদে আইন পাস করে কোটা সংস্কারের দাবি অজ্ঞতার শামিল। আপিল বিভাগের রায়ের পর সরকারের কমিশন গঠন করার কোন সুযোগ নেই। তাঁরা অসাংবিধানিক দাবি করেছে। কোটা ঠিক করা সংসদের কাজ নয়। নির্বাহী বিভাগেরই কাজ।
শিক্ষার্থীদের কিছু মানুষ ব্যবহার করছে উল্লেখ করে তিনি বলেন, কিছু মানুষ শিক্ষার্থীদের উদ্দেশ্য হাসিলের করতে ব্যবহার করছে। অনেকে ইচ্ছে করে বিরূপ পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। আন্দোলনকে অন্য খাতে নিতে চাইছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোগান্তি করে আন্দোলন অযৌক্তিক। দেশবিরোধী অপশক্তি ঢুকে শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। যে আন্দোলনের কোনো ভিত্তি নেই, তা কখনোই সফল হয় না।