আগামী বোরো মৌসুম পর্যন্ত সারের অভাব হবেনা বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, সারের উচ্চমূল্যই এখন বড় সংকট। বৈশ্বিক পরিস্থিতির কারণে সংকট না কাটলে সারের দাম বাড়বে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২৬শে জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, প্রথমবারের মতো কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ‘এআইপি’ পুরস্কার দিতে যাচ্ছে সরকার।
এর আওতায় কৃষি উদ্ভাবনে ৪জন; কৃষি উৎপাদন, বাণিজ্য ও প্রক্রিয়াজাতকরণ বিভাগে ৬জন, কৃষি সংগঠন বিভাগে ১জন এবং বঙ্গবন্ধু কৃষি স্বর্ণ পদক বিভাগে পাবেন ২জন। বুধবার (২৭শে জুলাই) সকালে আনুষ্ঠানিকভাবে ২০২০ সালের এআইপি পুরস্কার প্রদান করা হবে।