ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে আলাদা ম্যাচে হেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল।

নতুন মৌসুমে ৯ ম্যাচ পর প্রথম হারের তিক্ত স্বাদ পেলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের ভাইটালিটি স্টেডিয়ামে ম্যান সিটিকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক বোর্নমাউথ। স্বাগতিকদের পক্ষে ১টি করে গোল করেছেন অ্যান্তোনিও সেমেনিও ও ইভানিলসন।

আর জস্কো গভারদিওলের একমাত্র গোলে ম্যান সিটি ব্যবধান কমালেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি সিটিজেনরা। ম্যাচ হারায় পয়েন্ট তালিকার শীর্ষে থেকে দ্বিতীয় স্থানে নেমে এসেছে গার্দিওলার দল।

ম্যাচশেষে কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, ‘তারা (চোটাক্রান্ত খেলোয়াড়রা) থাকলে কী হতো জানি না। বলতে ইচ্ছে করে, এই খেলোয়াড়রা যদি চোটে না থাকত তাহলে আমরা জিততাম, কিন্তু তা নিশ্চিত করে কেউ বলতে পারবে না। ছেলেরা সবকিছু উজাড় করে দিয়েছে, কিন্তু ওই মুহূর্তে সেই দলের বিপক্ষে তা যথেষ্ট ছিল না। ’