মেটা নিয়ন্ত্রিত মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধায় যাচ্ছে নতুন ফিচার আনতে যাচ্ছে। এবার হোয়াটসঅ্যাপে ভুলক্রমে মুছে ফেলা বার্তা পুনরায় ফিরে পাওয়া যাবে। একটি নতুন ফিচার সংযুক্ত করার মাধ্যমে আগের বার্তা ফিরে পাবে ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড সংস্করণ ২.২২.১৮.১৩-এর হোয়াটসঅ্যাপে বেটায় ফিচারটি পাওয়া যাবে। ওয়াবেটাইনফোর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ভুলবশত হোয়াটসঅ্যাপের একটি বার্তা মুছে ফেলার পরও পূর্বাবস্থায় ট্যাপ করতে সাহায্য করবে ফিচারটি। এটির গুরুত্বপূর্ণ দিক হলো ‘ডিলটি ফর এভরিওয়ান’ পরিবের্ত ‘ডিলিট ফর মি’ অপশন থাকবে। বার্তা মুছে ফেলার সময়ে একটি বার থাকবে যা দ্বারা বার্তাকে আনডু (পূর্বাবস্থায় ফেরাতে) করা যাবে।
গুগলের জিমেলের ক্ষেত্রেও এমন ফিচার রয়েছে। ভুল করে কোনো মেইল সেন্ড করলে তা কিছু সময়ের মধ্যে ‘আনডু’ করার সুবিধা রয়েছে। সেই ফিচারকে চিন্তায় রেখেই এবার হোয়াটসঅ্যাপ এমন ফিচার নিয়ে আসছে।
কবে নাগাদ এই ফিচার আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে খুব শিগগিরই চালু হবে বলে মনে করা হচ্ছে।