ম্পিয়ন্স লিগ মানেই রিয়াল মাদ্রিদের দাপট। ইউরোপসেরা প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নও তারা। এবারও সেই পথে আরেক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি। নিজেদের মাঠে সাবেক চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-০ গোলে জিতেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।
আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ৯ নকআউট ম্যাচে এটি তাঁর ১৪তম গোল। আর সব মিলিয়ে ইউরোপ-সেরার মঞ্চে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে এটি ২০তম।
পিছিয়ে পড়ার দুই মিনিট পর পাল্টা আক্রমণে উঠে চেলসি। তবে রহিম স্টার্লিংয়ের নেওয়া শট বাধাগ্রস্ত হয় রিয়াল রক্ষণে। ২৬তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়েই গিয়েছিল রিয়াল। তবে চেলসির গোলরক্ষকের দারুণ সেভে হতাশ হতে হয় ভিনিসিয়াস জুনিয়রকে। ৩৬তম মিনিটে করিম বেনজেমার শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন কেপা আরিজাবালাগা।
প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় চেলসি। তবে ৫৯ মিনিটে বড় ধাক্কা খায় ইংলিশ ক্লাবটি। রদ্রিগোকে ট্যাকল করতে গিয়ে ডি-বক্সেও এক গজ বাইওে ফেলে দেন বেন চিলওয়েল। রেফারি সরাসরি লাল কার্ড বের করলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি পরের গোল হজম করে মার্কো আসেনসিওর কাছ থেকে। বদলি হিসেবে নামা এই তারকার গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। যোগ করা সময়ের প্রথম মিনিটে নিশ্চিত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বেনজেমা। তাদের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক কোনোমতে ফেরানোর পর ফিরতি বল ফাঁকায় পেয়ে আট গজ দূর থেকে হেডে বাইরে পাঠান ফরাসি ফরোয়ার্ড।
বাকি সময়ে কোনো দলই আর গোলের দেখা পায়নি। তাতে স্বস্তিও জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। সেমিফাইনাল নিশ্চিতের দ্বিতীয় লেগ আগামী সপ্তাহে স্টামফোর্ড ব্রিজে।