ফাঁকা ঢাকায় ঈদের আমেজ। রাস্তায় নেই প্রতিদিনের মত অসহনীয় যানজট। এই সুযোগে পরিবারের সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন স্থান ঘুরতে বের হয়েছেন রাজধানীবাসী। শহরের এমন চিত্রে খুশি শিশুরাও। এদিকে, ঈদের দ্বিতীয় দিনেও অনেকে ঢাকা ছাড়ছেন।

যানজটের ধকল আর মানুষের চাপ থেকে কিছুটা হলেও যেন নিস্তার মিলেছে। রাস্তায় নেই নানা পেশার মানুষের ঢল।যানবাহনের কোন উচ্চ শব্দ নেই। একেবারেই কোলাহলমুক্ত রাজধানী ঢাকা। প্রিয়জনের সাথে ঈদুল আজহা উদযাপনে শহরের অনেকেই এখন গ্রামে। যে কারণে ঈদের দ্বিতীয় দিনে ছুটির আমেজে ঢাকা।

কোলাহলমুক্ত শহরে পরিবার-পরিজন নিয়ে বেড়াতে বের হয়েছেন অনেকেই। এমন পরিবেশে মুগ্ধ শিশুরাও। অনেকেই সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে ধরে রাখছেন। অনেকেই আবার এসেছেন ঢাকায় স্থাপত্য নিদর্শনগুলো ঘুরে দেখছেন তারা।

ছুটিতে রাজধানীতে আছেন যারা, তাদের অনেকের আনন্দ ফাঁকা ঢাকায় ঘুরে বেড়ানো। এদিকে যারা ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি নানা দরকারে তাদের অনেকে ঈদের দ্বিতীয় দিনে বাড়ির পথে রওনা হয়েছেন।

ঢাকার অধিকাংশ সড়ক ফাঁকা থাকলেও গাবতলী ও মহাখালী বাসটার্মিনালে কিছুটা যানজট দেখা গেছে। ঈদের আগে গ্রামের বাড়িতে যাওয়ার চাপ থাকায় অনেকে সুবিধামতো টিকিট পাননি বলে ঢাকায় রয়ে গেছেন। চাপ কম থাকায় তারা এখন ঢাকা ছাড়ছেন। এছাড়া কোরবানির সময় যেসব মৌসুমি কসাই ঢাকায় এসেছিলেন কাজ শেষে তারাও ঢাকা ছাড়ছেন। এসব কারণে দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে যাত্রী ও পরিবহনের চাপ দেখে গেছে।