প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী নির্বাচনে ইভিএম বা ব্যালট নয়, বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট। আর এই সংকট নিরসনে প্রধান রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন তিনি। আজ (বৃহস্পতিবার) সকালে নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ কম থাকে বলেও মন্তব্য করেন সিইসি।

জাতীয় সংসদের ৩০০ আসনেই ব্যালটে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এনিয়ে রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া তৈরি হয়। এসবসহ সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সুষ্ঠু ভোট হওয়ার ক্ষেত্রে ইভিএম বা ব্যালট নয়, বড় দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে কিনা সেটাই বড় চ্যালেঞ্জ বলে জানান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোন চাপে পড়ে বা বিএনপিকে নির্বাচনে আনতে ইভিএম থেকে সরে আসেনি ইসি। অনিশ্চয়তা কাটাতে এই সিদ্ধান্ত। সিইসি বলেন, ব্যালটে বা ইভিএমে কোন ভাবেই শতভাগ সুষ্ঠু ভোট সম্ভব নয়। তবে ইভিএমে ভোট হলে কারচুপির সুযোগ থাকে কম।

তিনি বলেন, বড় দলগুলো নির্বাচনে একেবারেই অংশগ্রহণ করলো না। তখন নির্বাচনের লিগ্যালিটি নিয়ে কোনো সংকট হবে, লেজিটিমেসি শূন্যের কোঠায় চলে যেতে পারে। লিগ্যালিটি ও লেজিটিমেসির পার্থক্য বুঝতে হবে। লিগ্যালি নির্বাচন শুদ্ধ হয়ে যাবে। কিন্তু লেজিটিমেট হয়তো হবে না।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী এজেন্টদের সতর্ক থাকতে হবে। ইসি আগাম ভোটের প্রস্তুতি নিচ্ছে না বলেও জানান সিইসি।