গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদের তীর সংরক্ষণ কাজ করার সময় ব্লকভর্তি নৌকাডুবির ঘটনায় তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ সময় জীবিত উদ্ধার করা হয় ২৪ জনকে। তবে তাদের মধ্যে ব্লকের আঘাতে ১১ শ্রমিক আহত হয়েছেন। শনিবার বিকালে ব্রক্ষপুত্র নদীর সংরক্ষণ কাজে গেলে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনায় উদ্ধারকৃত ১১ শ্রমিককে স্থানীয়দের সহয়তায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ তিন শ্রমিক হলো রাজু মিয়া, আতোয়ার হোসেন ও রশিদ সদর উপজেলার গৃধারী ইউনিয়নের পশ্চিম বাগুড়িয়া গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস জানায়, নিখোঁজদের উদ্ধারে রংপুর ফায়ার সার্ভিস দুই ঘন্টা অভিযান চালায়।
সাতঁরে তীরে ফেরত আসা শ্রমিকেরা জানিয়েছেন, সুন্দরগঞ্জে ব্রহ্মপুত্র নদে তীর সংরক্ষণ কাজে শনিবার বিকালে নৌকা দিয়ে নদীতে ব্লক ফেলছিলেন শ্রমিকরা। নৌকার ধারণ ক্ষমতার বেশী ব্লক নেয়ায় হঠাৎ নৌকার তলা ফেটে ডুবে যায়। সাতাঁরে কয়েকজন ফিরে আসলেও এখনো নিখোঁজ রয়েছেন তিনজন।