২০২৬ ফুটবল বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। শুক্রবার সকালে অ্যারেনা পান্তানালে ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। ম্যাচের দ্বিতীয় মিনিট থেকেই ব্রাজিল খেলার নিয়ন্ত্রণ নেয়। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করে নেইমার-রিচার্লসনরা। তবে গোলের দেখা পায়নি।
ম্যাচে শুরু থেকেই আক্রমণ শাণিয়ে খেলতে থাকে ব্রাজিল। তাতে ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ শাণায় তারা। নেইমারের পাস ধরে রিচার্লিসন ক্রস বাড়ান গোলমুখে। তবে ভিনিসিয়াস জুনিয়র বল ছোঁয়ার আগেই ভেনেজুয়েলা ডিফেন্ডার ওসারিও ভেস্তে দেন আক্রমণ।
৩৮তম মিনিটে আরেকটি ভালো সুযোগ পেয়েছিল ব্রাজিল। তবে ক্যাসেমিরোর শট আটকে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রোমো। প্রথমার্ধের যোগ করা সময়ে ভেনেজুয়েলাও আক্রমণ করে বসে। তবে দারউইন মাচিসকে হতাশা উপহার দেন ব্রাজিল গোলরক্ষক এডারসন।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের গতি বাড়িয়ে দেয় ব্রাজিল। তাতে ম্যাচের ৪৮তম মিনিটে বল নিয়ে ঢুকে ড্রিবলিংয়ে জায়গা বের করে জাল লক্ষ্য বরাবর শট নেন নেইমার। তবে তার শট ফিস্ট করে আটকান গোলরক্ষক।
অবশেষে ম্যাচের ৫০তম মিনিটে প্রথম জালের দেখা পায় ব্রাজিল। নেইমারের কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন গাব্রিয়েল। এর ৩ মিনিট পর আরেকটি সুযোগ হারান নেইমার। কুতোর ক্রসে বক্সের ভেতর পা ছোঁয়ান আল হিলাল তারকা। তবে বল চলে যায় ক্রসবারের উপর দিয়ে।
বাকি সময় একের পর এক আক্রমণ করে যায় ব্রাজিল। তবে গোলের দেখা পাচ্ছিলো না। সবাই ধরেই নিয়েছিল এক গোলের লিডেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে ফার্নান্দো দিনিজের শিষ্যরা। কিন্তু সেটা হতে দিলো না ভেনেজুয়েলা। ৮৫ মিনিটে ব্রাজিলের আশায় পানি ঢেলে দেয় তারা।
জেফারসন সাভারিনোর ক্রসে ওভারহেড কিকে লক্ষ্যভেদ করেন বেলো। পোস্টের নিচে থাকা এডারসন শুধু চেয়ে চেয়ে দেখলেন। তার আসলে কিছুই করার ছিল না। বাকিটা সময়ে নেইমাররা পারেননি গোল করতে। তাতে আর্জেন্টিনাকে পেছনে ফেলার সুযোগ হাতছাড়া করলো ব্রাজিল।
এ নিয়ে তিন ম্যাচে দুই জয় ও ১ ড্রতে ৭ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ভেনেজুয়েলা। তিন ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আর্জেন্টিনা।