ইউরোর পর এবার নারীদের প্রথম ফিনালিসিমা শিরোপা জয়ের ইতিহাস গড়ল ইংল্যান্ড। উয়েফা-কনমেবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ব্রাজিলকে তারা হারিয়েছে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে। বৃহস্পতিবার রাতে নির্ধারিত এবং অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জয় পায় ইংল্যান্ড।

ইউরোপ আর লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলকে নিয়ে বহু বছর থেকেই আয়োজিত হয়ে আসছে এক ম্যাচের টুর্নামেন্ট। যার নাম ফিনালিসিমা। ছেলেদের ফুটবলে ইউরোপ ও লাতিন আমেরিকার মহাদেশীয় চ্যাম্পিয়নদের লড়াই জিতেছিল আর্জেন্টিনা। তবে মেয়েদের লড়াইয়ে আর্জেন্টিনা না থাকলেও ছিল ব্রাজিল।

তবে দলটি শিরোপা রাখতে পারেনি নিজেদেও মহাদেশে। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে ৮৩ হাজারের বেশি দর্শকের সামনে চাপ সামলাতে পারেনি। ম্যাচের ২৩ মিনিটেই ইংল্যান্ডকে এগিয়ে দেন এলা টুনি। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত স্কোর ছিল এটাই।

তবে ইংল্যান্ড যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই নাটকীয়তা। ইংল্যান্ড গোলরক্ষক মেরি আর্পস ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় ৯৩ মিনিটে ব্রাজিলকে সমতা এনে দেন বদলি নামা আন্দ্রেসা আলভেজ। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

দুই দলই এই সময়ে ম্যাচ নিজিদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। তবে গোলের দেখা পায়নি কেউ। তাতে পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। সেখানে ফলাফল যায় ইংল্যান্ডের পক্ষে। দুই দলের প্রথম শট জালে প্রবেশের দ্বিতীয়টি দুই গোলরক্ষকই রুখে দেন। এরপর তৃতীয়টি থেকে ইংল্যান্ড গোল করলেও মিস করেন ব্রাজিলের অধিনায়ক রাফায়েলে সুজা।

এরপর চতুর্থ শটটি সফলভাবে জালে জড়িয়ে ইংল্যান্ডকে শিরোপাজয়ের মুহূর্ত এনে দেন কেলি। এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকল ইংল্যান্ডের মেয়েরা।