ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে নেইমারের ব্রাজিল। এখন কোনও অঘটন না ঘটলে দ্বিতীয় স্থানে থাকা মেসিরাও পৌঁছে যাবেন কাতারে।
তাই মঙ্গলবারের ম্যাচে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা চাইছে ব্রাজিলকে হারিয়েই কাতারের টিকিট নিশ্চিত করতে। সেই লক্ষ্যেই হ্যামস্ট্রিংয়ে চোট থাকা সত্ত্বেও মেসিকে রেখেই দল ঘোষণা করেছিলেন আর্জেন্টিনা।
কোপা চ্যাম্পিয়নরা টানা ২৬ ম্যাচে অপরাজিত রয়েছে। ২০১৯ সালের ৩ জুলাই থেকেই অপরাজিত তারা। মেসিরা নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে পারলেই বিশ্বকাপের টিকিট কার্যত নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা।
সূত্র : হিন্দুস্তান টাইমস।