প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাঁর নাম লেখা ব্রাজিল ফুটবল দলের জার্সি উপহার দিয়েছেন ঢাকা সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। সোমবার সকালে রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ-এ মাউরো ভিয়েরা এ উপহার দেন।
এসময় প্রধানমন্ত্রী লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বাংলাদেশী পণ্যের বাজার প্রসার এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে ব্রাজিলের সহযোগিতা কামনা করেন।
এর আগে গতকাল রোববার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠক করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশের সামগ্রিক সহযোগিতা বিষয়ে ‘টেকনিক্যাল কো-অপারেশন এগ্রিমেন্ট’ সাক্ষর করেছেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাজিল সফরের সম্ভাবনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
ব্রাজিলের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাজিল সফরের সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একযোগে কাজ করা, এন্টার্কটিকা কাউন্সিলে বাংলাদেশের বিজ্ঞানীদের কাজ ও গবেষণার সুযোগদান এবং ব্রিকসে অন্তর্ভুক্তির জন্য বাংলাদেশকে ব্রাজিলের সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।