এফএ কাপের কোয়ার্টার ফাইনালের খেলায় ব্রিস্টল সিটিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। গতকাল (মঙ্গলবার) রাতে অ্যাস্টন গেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
খেলার শুরু থেকেই যেন নিষ্প্রাণ ব্রিস্টল সিটি। বল সংরক্ষণ, রক্ষণ কিংবা আক্রমণ সব দিক থেকেই কেউ যেন পেছনে টেনে ধরছিলো তাদের। তবে গতি ছিল ম্যানচেস্টার সিটির। প্রথম থেকেই আক্রমণে সক্রিয় ম্যানচেস্টার ম্যাচের মাত্র ৭ মিনিটে জেমস ফোডেনের গোলে ১-০ স্কোরলাইনে এগিয়ে যায়। ১-০ তে এগিয়ে থেকেও আক্রমণের গতি থামায়নি পেপ গার্দিওলার শিষ্যরা। তবে প্রথমার্ধে আর গোল আসেনি।
দ্বিতীয়ার্ধেও যেন ছিল ম্যানচেস্টারের জয়জয়কার। বল দখলে এগিয়ে থেকে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে তারা। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় ফিল ফোডেনের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ায় ম্যানচেস্টার। ৭ মিনিট পরেই স্কোরলাইনে আবারও পরিবর্তন। কেভিন ডে ব্রুইনারের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্লুজরা। ৩ গোল হজম করে আর ম্যাচে ফিরতে পারেনি ব্রিস্টল সিটি। নির্ধারিত সময় শেষে ৩-০ গোলে জয়লাভ করে ম্যানচেস্টার সিটি।