সংযুক্ত আরব আমিরাতকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে রইলো শ্রীলঙ্কা। মঙ্গলবার (১৮ই অক্টোবর) গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ৭৩ রানেই থামে আমিরাতের ইনিংস।
বিশ্বকাপের প্রথম রাউন্ডের উদ্বোধনী ম্যাচে নামিবিয়ার কাছে হেরে যায় শ্রীলঙ্কা। ফলে মূল বিশ্বকাপের টিকিট পেতে আজ জয়ের বিকল্প ছিল না লঙ্কানদের হাতে। এমন ম্যাচে আগে ব্যাটে নেমে বিস্ফোরক শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তোলে ৮৭ রান।
১২তম ওভারে ২১ বলে ৩৩ করে ধনঞ্জয়া ফিরলে থামে শ্রীলঙ্কার রানের চাকা। এরপর ইনিংসের ১৫তম ওভারে তিন বলে ৩ উইকেট তুলে নেন কার্তিক মেইয়াপ্পন। তাতে বড় ধাক্কা খায় লঙ্কানরা। একপ্রান্ত আগলে পাথুন নিশাঙ্কা খেললেও বাকিরা কেউ দাঁড়াতেই পারেনি। তাতে ২০ ওভারে কেবল ১৫২ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা।
নিশাঙ্কা ৬০ বলে খেলেন ৭৪ রানের ইনিংস। কার্তিক মেইয়াপ্পন ৪ ওভারে ১৯ রানে নেন ৩ উইকেট। চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে আমিরাত। তৃতীয় ওভারে ওপেনার ওয়াসিম ও তিনে নামা আরিয়ান লাকরাকে হারায়। পঞ্চম ওভাওে পতন হয় তৃতীয় উইকেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আমিরাত।
১৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৫৬। তবে শেষদিকে জুনায়েদ সিদ্দিকির ১৬ বলে ১৮ রানের ইনিংসের সুবাদে ৭৩ রান তুলতে পাওে আমিরাত। আরিয়ান আফজাল করেন সর্বোচ্চ ১৯ রান। শ্রীলঙ্কার ওয়ানিদু হাসারাঙ্গা ও দুশ্মান্ত চামিরা নেন তিনটি করে উইকেট। শেষ ম্যাচে লঙ্কানদের প্রতিপক্ষ এখন নেদারল্যান্ডস।