স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়েকানোর কাছে হেরেছে বার্সেলোনা। বুধবার রাতে জাভি হার্নান্দেজের শিষ্যদেও ২-১ গোলে হারিয়েছে ভায়েকানো।

মঙ্গলবার রাতে রিয়াল মাদ্রিদ ৪-২ হেরেছিল জিরোনার কাছে। তাতে বার্সেলোনার সামনে সুযোগ ছিল পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নেয়ার। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেনি কাতালানরা।

প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক শুরু করলেও সপ্তদশ মিনিটেই বিপদে পড়েছিল বার্সেলোনা। তবে টার স্টেগান নৈপুণ্যে সে যাত্রায় বেঁচে যায়। এক মিনিট পর আর পারেননি তিনি। বক্সের ভেতর থেকে আলভারো গার্সিয়ার কোনাকুনি শট স্টেগানকে ফাঁকি দিয়ে জাল খুঁজে নেয়।

২৩তম মিনিটে পাল্টা আক্রমণে যায় বার্সা। তবে ডি বক্সেও ভেতর থেকে লেভানডভস্কির কোনাকুনি শট ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক। ৪২তম মিনিটে লেভানডভস্কি জালে বল পাঠালেও অফসাইডে বাতিল হয় গোল।

বিরতির পর ৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ভায়েকানো। ৮৩তম মিনিটে লেভানডভস্কির গোলে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় বার্সেলোনা। তবে শেষ ১০ মিনিটে বেশ কয়েকবার প্রতিপক্ষ ডিফেন্সে হানা দিয়েও কাঙ্খিত গোলের দেখা তারা পায়নি। মাঠ ছাড়তে হয় হার নিয়েই।

লা লিগায় ভায়েকানোর বিপক্ষে সর্বশেষ চার ম্যাচের একটিতেও জয় নেই বার্সেলোনার, তিনটি হারের সঙ্গে একটি ড্র।  অথচ এই ম্যাচটা জিতলে রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে যেতে পারত বার্সা, তাতে লিগের শিরোপাও অনেকটাই নিশ্চিত হয়ে যেত জাভির দলের।

এ হারের পরের লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে বার্সা। ৩১টি করে ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ৭৬, রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৫।