সাফ অনুর্ধ-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যুব দলের জয়ের ধারা অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়েছে বাংলাদেশ। ভুবেনশ্বরের কালিঙ্গ স্টেডিয়ামে বাংলাদেশ ২-১ গোলে স্বাগতিক দলকে হারায়। এই জয়ে বাংলাদেশ দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করল।

ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। তিনটি গোলই করেছেন দুই দলের নয় নম্বর জার্সিধারী। স্বাগতিক ভারত দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনার সর্বাত্মক চেষ্টা করে। বল পজেশন ও আক্রমণে ভারত দ্বিতীয়ার্ধে এগিয়ে ছিল অনেক। বিশেষ করে চার মিনিট ইনজুরি সময়ে বাংলাদেশকে টানা আক্রমণে ত্রাস সৃষ্টি করে তারা।

ম্যাচের শেষ দিকে মরন কামড় দিয়েছিল ভারত। বাংলাদেশ একটু ডিফেন্সিভ হওয়ার সুযোগ নিয়ে বারবার বাংলাদেশ সীমনায় ঢুকে গোলের চেষ্টা করেছে স্বাগতিক দলের খেলোয়াড়রা। তবে বাংলাদেশের জমাট ডিফেন্সে একবারও ফাটল ধরাতে পারেনি স্বাগতিকরা।

ভারত ও বাংলাদেশের ম্যাচ-উত্তেজনাতো থাকবেই। দুই দুইবার খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। প্রতিবারই ভারতীয় খেলোয়াড়রা বল প্রয়োগ করেছে বাংলাদেশের খেলোয়াড়দের ওপর। ২-১ গোলে এগিয়ে থাকাটা ধরে রেখে ম্যাচ শেষে উল্লাসে ফেটে পড়েন লাল-সবুজ জার্সিধারীরা।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ পল স্মলি বলেছেন, ‘আমাদের লক্ষ্য ছিল না হারা। পারলে জিতবো। আমরা লক্ষ্য পূরণ করেছি। ভারত ভালো দল। আমার ছেলেরা ভালো খেলেই জিতেছে।’

জোড়া গোল করে ভারতকে হারানোর নায়ক কুষ্টিয়ার কিশোর পিয়াস আহমেদ নোভা বলেছেন, ‘আশা ছিল ভারতের বিপক্ষে গোল করবো। সেটা পেরেছি। এ জন্য আমি খুশি। ম্যাচের আগে ফোন কওে আমার ভাই বলেছিলেন, ভারত অনেক বড় দেশ। ওদের একটি প্রদেশের সমান আমরা। ভারতের বিপক্ষে তোমাকে গোল করতে হবে। আমি ভাইয়ের আশাও পূরণ করতে পেরেছি।’

এই জয়ে বাংলাদেশ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। তবে রাতের ম্যাচে যতি নেপাল হারিয়ে দেয় শ্রীলংকাকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ নেমে যাবে পয়েন্ট টেবিলের দুইয়ে।