১১ বছর পর এশিয়া কাপ ক্রিকেটে ভারতের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে, এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোরের শেষ খেলায় বংলাদেশ ৬ রানে হারিয়েছে ভারতকে। নিয়মরক্ষার ম্যাচে আসরের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে সান্ত্বনার জয় পেল সাকিব বাহিনী।

আগে ব্যাট করে অধিনায়ক সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়ের জোড়া হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুভমান গিলের সেঞ্চুরির পরও ভারত অলআউট হয় ২৫৯ রানে। সাকিব আল হাসান ম্যাচ সেরা হন।

কথায় আছে শেষ ভালো যার, সব ভালো তার। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে এবারের এশিয়া কাপ ক্রিকেটে থেকে আগেই বিদায় নিশ্চিত হযে গিয়েছিলো বাংলাদেশের। তাই ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিলো শুধুই নিয়ম রক্ষার। তবে রোমাঞ্চকর এই নিয়ম রক্ষার ম্যাচেই বাংলাদেশ পেলো শ্বাসরুদ্ধকর এক জয়।

ভারতের ইনিংসের তখন ৪৯ তম ওভার। জয়ের জন্য ভারতের প্রয়োজন ১২ বলে ১৭ রান। ভারতের বিপক্ষে অতীতে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক মোস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক সাকিব। বল হাতে নিয়ে অধিনায়ক সাকিবসহ দেশের কোটি ক্রিকেট ভক্তকে হতাশ করেননি মোস্তাফিজ। ওই ওভারে শারদুল ঠাকুর ও উইকেটে সেট হয়ে যাওয়া আক্সার প্যাটেলকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিতে থাকেন।

নাটকীয়তা ও রোমাঞ্চের ভরপুর শেষ ওভারে অভিষেক হওয়া তরুণ তানজিব সাকিব কৌশলী বল করে বাংলাদেশকে দুর্দান্ত এক জয় এনে দেন। তাতে ফাইনালে উঠতে না পারার জ্বালা কিছুটা বাংলাদেশ কমাতে পেরেছে ভারতকে হারিয়ে। আর শক্তিশালী ভারতের বিপক্ষে জয় নিযে এবারের এশিয়া কাপের শেষটা রাঙিয়ে রাখলো বাংলাদেশ।

প্রেমাদাসা স্টেডিয়ামে দু’দলই এদিন একাদশে বেশ কয়েকটি পরিবর্তন নিযে খেলতে নামে। আগে ব্যাট করতে নেমে, শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ও তরুণ তাওহীদ হৃদয় প্রাথমিক চাপ সামাল দিয়ে দলকে ভিত গড়ে দেয়ার চেষ্টা করতে থাকেন। পঞ্চম উইকেটে দু’জন যোগ করেন ১০১ রান। এই দু’জনের ব্যাটে ভর করেই বাংলাদেশ লড়াকু পুঁজির দিকে এগুতে থাকে। সাকিব ৮০ ও হৃদয় ৫৪ রানে আউট হন। তবে শেষ দিকে নাসুমের দুর্দান্ত ৪৪ রানে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৬৫ রান।

২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তরুণ ফাস্ট বোলার তানজিব হাসানের দুর্দান্ত বোলিংয়ে অধিনায়ক রোহিত শর্মাকে হারিয়ে প্রাথমিক হোঁচট খায়। ভারত ৯৪ রানে ৪ উইকেটে হারালে জয়ের স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। তবে সেই পথে কাঁটা হতে থাকেন শুভমান গিল। তার সেঞ্চুরিতে ভারত উল্টো জয়ের পথে এগুতে থাকে। সেঞ্চুরিয়ান শুভমানকে ফিরিয়ে লাল সবুজের সমর্থকদের উল্লাসে মাতান মেহেদী হাসাান। এরপর বাকিরা ফিরলে জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশ। সুপার ফোরের শেষ খেলায় ভারতকে হারিয়ে বাংলাদেশ নিজেদের হারানো মনোবল ও আত্মবিশ্বাস বাড়িয়েছে আসন্ন বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে।