জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভারতকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা তাদের কোনো আগ্রাসন সহ্য করব না। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা তো হস্তক্ষেপ করিনি। এরপরও তারা আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।
জামায়াতের আমির বলেন, পেশি শক্তিমুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের সংস্কার প্রয়োজন, সে জন্য সংস্কারের গতি বাড়াতে হবে। অতি দ্রুত যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। এসময় তিনি পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাদের হত্যার কোন বিচার হয়নি, পিলখানার হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবী জানান তিনি ।
তিনি বলেন, আমরা কাউকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না। সবার পরিচয় হবে আমরা বাংলাদেশি। কুমিল্লা নামে বিভাগ না দেওয়ায় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, নামের কারণে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষের প্রতি জুলুম করা হয়েছে।
সমাবেশের প্রধান বক্তা কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেন, ভারত আমাদের প্রতি আগ্রাসী আচরণ করলে বাংলাদেশের মানুষ সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে। সীমান্তে শহীদের মিছিল হবে।
এদিকে, কুমিল্লার টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে অংশ নেন জামায়াতে ইসলামীর আমীর ডক্টর শফিকুর রহমান। এসময় তিনি বলেন, পেশিশক্তি মুক্ত একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজন। তবে সংস্কারের গতি বাড়াতে হবে।
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে নিজেদের স্বার্থ হাসিল করতে চায় উল্লেখ করে জামায়াতের আমীর বলেন, কোনো আগ্রাসন সহ্য করা হবে না।
দেশের দ্বিতীয় স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য ধরে রাখার আহবানও জানান জামায়াতের আমীর।