নেপাল ও বাংলাদেশের মধ্যে সরাসরি ভৌগোলিক সংযোগ না থাকায় নেপাল শুধুমাত্র ভারতের মাধ্যমেই বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে। বৃহস্পতিবার (১ জুন) ভারত তাদের সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের অনুমতি দিয়েছে। খবর ভারতীয় গণমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচন্ড-এর মধ্যে আলোচনার সময় এই অনুমোদন দেওয়া হয়। ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা পরে সংবাদ সম্মেলনে এ কথা জানান। এই চুক্তির ফলে এখন ভারতের ওপর দিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করতে পারবে নেপাল।
সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, এই চুক্তি বাস্তবায়নে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি পাবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অঞ্চল উপকৃত হলে সেটাই হয়ে ওঠে প্রকৃত প্রতিবেশী নীতি।
নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল বলেন, শিগগিরই নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু হবে। একই সাথে দ্রুত সময়ের মধ্যে ভারত, নেপাল ও বাংলাদেশের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হবে।
নেপাল ও বাংলাদেশ বিদ্যুৎ রপ্তানি-আমদানির ক্ষেত্রে অনেক দিন ধরেই ভারতের কাছে আগ্রহ দেখিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফরের সময় ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উপস্থাপন করেছিলেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি বাংলাদেশে এসে এ বিষয়ে কথা বলেছিলেন। নেপাল চায়, বাংলাদেশ সে দেশের জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করুক। বাংলাদেশও আগ্রহী।