ভারতের কর্ণাটকে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। আজ (শুক্রবার)  সকালে কর্ণাটকের কালাবুরাগি জেলার বিদার-শ্রীরঙ্গপাটনা জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পুলিশ ও দমকলকর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি ভারতের গোয়া থেকে হায়দ্রাবাদে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীতদিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। পরে বাসটি ব্রিজের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায় ও তাতে আগুন লাগে। বাসটিতে থাকা ২৯ জন যাত্রীদের মধ্যে ২২ জন বের হয়ে আসেন। তবে বাকি ৭ জন আটকা পড়েন এবং আগুনে দগ্ধ হয়ে মারা যান। নিহতরা সবাই হায়দ্রাবাদের বাসিন্দা।