ভুটানে সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলে গ্রুপ পর্বের প্রথম খেলায় ভারতের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। যদিও শনিবার ভুটানের চাংলিমিথাম স্টেডিয়ামে খেলার শুরুতে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশের যুবারা। তবে প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকাদের ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ফয়সালরা।
শনিবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ-ভারতের মধ্যকার অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে উভয় দল আক্রমণ ও বল পজিশনে সমান সমান ছিল। তবে কোনো দল গোল করতে না পারায় গোলশূন্য ড্রয়ে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার বাড়ায় ভারতের যুবারা। ৭২ মিনিটে বক্সের একটু সামনে থেকে ফ্রি কিক থেকে গোল পেয়েই যাচ্ছিল তারা। তবে ক্রসবারে লেগে বল ফেরত আসায় ওই যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ।
সেবার বঞ্চিত হলেও ৭৪ মিনিটে গোল পেয়ে যায় ভারত। এই গোলের পেছনে অবশ্য বাংলাদেশের ডিফেন্ডারদের খানিকটা দায় রয়েছে। পেছন থেকে দৌড়ে এসে বলের নিয়ন্ত্রণ নেয় বক্সে। এরপর গোলরক্ষককে পরাস্ত করতে বেশি কষ্ট হয়নি ভারতীয় ফরোয়ার্ডদের।
এরপর ম্যাচে ফিরতে মরিয়া বাংলাদেশ শেষ দশ মিনিট গোল করার অনেক চেষ্টা করেছে। বিশেষ করে ইনজুরি সময়ের পাঁচ মিনিট বেশ চেপে ধরেছিল ভারতকে। টানা দুইটি কর্নার আদায় করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচ হারলেও টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ৪ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট প্রয়োজন বাংলাদেশের। পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ভারত-নেপাল ম্যাচের দিকেও।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলটি মূলত বাফুফের এলিট একাডেমির ফুটবলারদের নিয়ে গড়া। অনেক দিন থেকেই এই দলটি এক সঙ্গে অনুশীলন করছে। আজকের খেলায় দলীয় বোঝাপড়া ভালো থাকলেও ভারতীয় ফুটবলাররা নিজেদের মুন্সিয়ানায় ম্যাচটি নিজেদের করে নিয়েছে।
জাতীয় দলের সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি জাতীয় দলে এই প্রথম কোচিং করানোর সুযোগ পেয়েছিলেন। অভিষেকেই হার দিয়ে শুরু করলেন সাবেক তারকা স্ট্রাইকার। এএফসি’র অর্থায়নে বাফুফের প্যানেলভুক্ত কোচ থাকলেও ডেভেলপমেন্ট কমিটি অ-১৬ দলের জন্য মনির ওপর ভরসা রেখেছে।