বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রকে ভারত যে কূটনীতিক বার্তা দিয়েছে তা অপ্রত্যাশিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শনিবার (১৯শে আগস্ট) স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসার সম্ভাবনা নেই। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিবেশী দেশ ভারত এদেশের মানুষের আকাঙ্খাকে গুরুত্ব দিয়ে সকল দলের অংশ গ্রহণে নিরপেক্ষ নির্বাচনের পক্ষে সমর্থন দেবে বলেও আশাবাদা ব্যক্ত করেন বিএনপি মহাসচিব।
এই সরকার বাংলাদেশের মানুষকে জিম্মি করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। বেগম খালেদা জিয়াকে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে অভিযোগ করে বিদেশে চিকিৎসার দাবি তোলেন মির্জা ফখরুল।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।