ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। তাদের মধ্যে রয়েছে সেনাবাহিনীর সদস্যও।
গত বুধবারের এই ঘটনার এখনো পর্যন্ত ধ্বংসস্তূপে এখনো আটকা আছেন আরও ৫৫ জন। তাদের মধ্যে ১৫ জন সেনাবাহিনীর সদস্য।ধ্বংসস্তূপে এখনো আটকা আছেন আরও ৫৫ জন। রাজ্যের ইতিহাসে এটি সবচেয়ে খারাপ ঘটনা বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ।
টানা বৃষ্টির ফলে গত বুধবার ভয়াবহ ভূমিধস হয় ননে জেলার টুপুল রেলইয়ার্ডে। সে সময় ওই এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছিল সেনাবাহিনীর সদস্যসহ দেশটির দুর্যোগ বিভাগের কর্মকর্তারা। ভেসে আসা কাদামাটির নিচে চাপা পড়ে যায় বহু মানুষ। ঘরবাড়িগুলিকেও ভাসিয়ে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুর্ঘটনাস্থলে হাজির হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ বলেন, “এটা আমাদের রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর বিপর্যয়। এই ঘটনায় ৮১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু শ্রমিক সহ সেনা সদস্য রয়েছে। এখনো পর্যন্ত ৫৫ জন মানুষ আটকে রয়েছে। তবে লাগাতার দুর্যোগের কারণে তাদের উদ্ধার করতে অনেকটা সময় লেগে যেতে পারে।”
উদ্ধারকাজ চালাতে কেন্দ্রীয় সরকার ঘটনাস্থলে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাঠিয়েছে।
দেশটির সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনো ১৫ জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন ২৯ জন বাসিন্দাও। উদ্ধারকাজ এখনো চলছে।
বুধবার (২৯শে জুন) টুপুল রেল স্টেশনের কাছে ভূমিধসের এ ঘটনা ঘটে। সেখানে ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প ছিল।