ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে দিল্লির রাইসিনা হিলে রাষ্ট্রপতি ভবনে এ সাক্ষাৎ করেন তিনি। পারষ্পরিক নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

দ্রৌপদি মুর্মু বলেন, ‘ইতিহাস, ভাষা এবং সংস্কৃতিতে আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত।’ নরেন্দ্র মোদি ও শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশ যেভাবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে তা সত্যিই অনন্য। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নতির ভূয়সী প্রশংসা করে ভারতের রাষ্ট্রপতি বলেন, উন্নয়ন সহযোগী হিসেবে ভারত সবসময়ই বাংলাদেশের পাশে থাকবে।

Capture

এর আগে চার দিনের সফরে সোমবার (৫ই সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী বিমানটি দুপুর সাড়ে ১২টা দিকে দিল্লি বিমানবন্দরে নামে। এ সময় তাকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।

নয়াদিল্লিতে পৌঁছানোর পরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। এদিন প্রধানমন্ত্রী দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারও জিয়ারত করেন।