ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস দুর্ঘটনায় শিক্ষার্থীসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে আটটার দিকে প্রদেশটির কুলু এলাকায় বাসটি রাস্তার খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। বাসে প্রায় ৪৫ জন যাত্রী ছিল। আহতদের স্থানীয় হাসপাতালে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

দুর্ঘটনাস্থলটি জেলা হেডকোয়ার্টার থেকে অন্তত ৬০ কিলোমিটার দূরে অবস্থিত।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটে দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন। তিনি হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেন তিনি।