আজ ১৫ই আগস্ট, ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। সরকারি-বেসরকারি নানাভাবে দিবসটিকে উদযাপন করছে ভারতীয়রা।১৯৪৭ সালের ১৫ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় এবং তৈরি হয় ভারত ও পাকিস্তান। এ দুই রাষ্ট্রকেই ব্রিটিশ কমনওয়েলথের অন্তর্ভুক্ত করা হয়।
ভারতের স্বাধীনতা আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল। দীর্ঘ লড়াইয়ের পর ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ২০০ বছরেরও বেশি ব্রিটিশ শাসনের সমাপ্তি হয়। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, ভগত সিং, চন্দ্র শেখর আজাদ, সুভাষ চন্দ্র বসুসহ আরও অনেক নেতা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের বিশেষ ভূমিকা পালন করেছিলেন। তাঁদের ত্যাগ ও লড়াই স্বাধীন করেছিল ভারতকে।
বিশেষ দিনটি উপলক্ষে সকালে দিল্লির ঐতিহাসিক রেড ফোর্টে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ভাষণ দেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, আগামী ২৫ বছরের মধ্যে উন্নয়শীল থেকে উন্নত দেশে পরিণত হবে ভারত।
নরেন্দ্র মোদি বলেন, ‘আগামী ২৫ বছর দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে পাঁচ পরিকল্পনা আমাদের সংকল্পকে পূরণ করতে হবে। পুরো পৃথিবী এখন ভারতকে অন্য নজরে দেখে। ভারতের কাছে গোটা বিশ্বের এখন অনেক প্রত্যাশা। গত ৭৫ বছরের যাত্রা অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে। এতকিছুর মধ্যেও ভারত এগিয়ে চলেছে। তাই এবার স্বাধীনতার ১০০ বছরের লক্ষ্য নিয়ে এগিয়ে চলি আমরা’।