ভারতে মহারাষ্ট্রে ক্রেন ভেঙে পড়ে কমপক্ষে ১৬ জন শ্রমিক হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সোমবার দিবাগত রাতে রাজ্যের থানের শাহপুরে একটি নির্মাণকাজ চলাকালীন মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
জানা যায়, মহারাষ্ট্রের সাহাপুর এলাকায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছিল। হাইওয়ের তৃতীয় স্তর নির্মাণকাজে ‘গার্ডার লঞ্চিং মেশিনটি’ ব্যবহার করা হচ্ছিল। সেখানে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। আচমকা ওপর থেকে তাদের মাথায় ক্রেনটি ভেঙে পড়লে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হয়। আহত হন তিন শ্রমিক। তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই তারা চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, ক্রেনের ধ্বংসাবশেষের ভেতর এখনও অন্তত পাঁচ জন শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা আছে। ধ্বংসাবশেষ সরিয়ে যত দ্রুত সম্ভব তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ, এনডিআরএফ ও দমকল বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।
জানা যায়, নির্মাণকাজে যে বিশেষ ধরনের ক্রেনটি চালানো হচ্ছিল সেটির নাম ‘গার্ডার লঞ্চিং মেশিন’। এই ক্রেন সাধারণত রেল সেতু, সড়ক নির্মাণের কাজে ব্যবহৃত হয়। বড় বড় বহুতলের নিচে ভিত গঠনেও কাজে লাগে এই যন্ত্র। বিশাল আকৃতির ইস্পাতখণ্ড এক দিক থেকে অন্য দিকে নিয়ে যাওয়া এই যন্ত্রের কাজ।