ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে নদীতে পড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে গতকাল রোববার সন্ধ্যায় রাজ্যের মরবি শহরের মাচ্চু নদীর ওপর নির্মিত শতবর্ষী ঝুলন্ত সেতুটি ভেঙে পড়ে। এ সময় সেতুতে থাকা প্রায় পাঁচশত মানুষ নদীতে পড়ে যায়।

অনেকে সেতুতেও ঝুলতে থাকে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। এদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে। তবে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের।

গুজরাট পুলিশের ডিজি জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় বহু মানুষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেতুটি ভেঙে পড়ার পরই নদীতে পড়ে যাওয়া মানুষরা ভাঙা রেলিং ধরে প্রাণে বাঁচার চেষ্টা করেন। সেই ভয়ঙ্কর ভিডিও গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।

গুজরাটের বিধানসভা নির্বাচন হবে কিছুদিন পর। তার আগে রোববার তিনদিনের সফরে গুজরাট গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যেই এই বিপর্যয়। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাট সরকার। কেন্দ্রীয় সরকারও মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে।