ভারতে একদিনে বিমানবাহিনীর তিনটি বিমান বিধ্বস্ত হয়েছে। এরমধ্যে দুইটি যুদ্ধবিমান ও একটি চার্টার্ড বিমান। আজ (শনিবার) সকালে এসব দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, আজ সকালে মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে পড়ে দু’টি যুদ্ধবিমান। সুখোই ৩০ এবং মিরাজ ২০০০ মডেলের ভারতীয় বিমানবাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হয়।
সংবাদ সংস্থা এএনআই প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে, বিমান দুটি মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। সেখানে ভারতীয় বিমানবাহিনীর মহড়া চলছে।
এছাড়া, শনিবার সকালে ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে যাত্রী ছিল কিনা তা জানা যায়নি।
স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত করেনি ভারতীয় বিমানবাহিনী।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে।