ভারতের মধ্যপ্রদেশে একটি মন্দিরের কুয়ায় পড়ার ঘটনায় মৃত্যু বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাজ্যটির ইন্দোর শহরের বেলেশ্বর মহাদেব মন্দিরে রাম নবমি উপলেক্ষ্যে জমায়েত হওয়া লোকের ভারে একটি কুয়ার ছাদ ধসে পড়ে।
ভারতীয় বার্তা সংস্থা জানিয়েছে, মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে, একজন নিখোঁজ এবং এ পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান চলমান আছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে ইন্দোরের শ্রী বালেশ্বর মন্দিরে কয়েকশ পুণ্যার্থী হাজির হয়েছিলেন। পুজা চলাকালীন বেশ কিছু পুণ্যার্থী মন্দিরের ভিতরেই একটি কুয়ার ছাদে উঠে পড়েন। কুয়াটি বহু পুরনো। এর মুখ কংক্রিটের ছাউনি দিয়ে ঢেকেও দেয়া হয়েছিল। সেই ছাউনির উপর উঠতেই এই দুর্ঘটনা ঘটে।
প্রায় চার দশক আগে কংক্রিটের স্ল্যাব দিয়ে কুয়াটি ঢেকে দেওয়ার পর পাশেই বেলেশ্বর মহাদেব মন্দিরটি নির্মাণ করা হয়েছিল।
এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে মধ্যপ্রদেশ রাজ্য সরকার।