ভারতের মধ্যপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন।
স্থানীয় সময় গতকাল (শুক্রবার) রাতে সাতনা জেলার বারখাদা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম দ্য হিন্দু।
জানা গেছে, ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে তিনটি বাস ভাড়া করা হয়েছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে মোহানিয়া টানেলের কাছে যাত্রাবিরতি দিয়েছিল বাস তিনটি। এসময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসগুলোকে ধাক্কা দেয়। এতে ১৪জন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়।
পুলিশ জানায়, ট্রাকটির টায়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
এক টুইট বার্তায় এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।