ভারতের ২০২৩-২৪ আর্থিক বছরের কেন্দ্রীয় বাজেট ঘোষণা করা হয়েছে ৪৫ ট্রিলিয়ন রুপি। মোট সাতটি উদ্দেশ্যের ওপর ভিত্তি করে আজ (বুধবার) দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পার্লামেন্টে এই কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেন।

এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে রেল প্রকল্পগুলো, যে পরিমাণ প্রায় ২৪০০ কোটি ডলার। দেশের কোনও বাজেটে রেল প্রকল্প কখনো এত বরাদ্দ পায়নি। দেশের বিভিন্ন অঞ্চলে ‘কানেক্টিভিটি’ ও আকাশপথে সংযোগ বাড়ানোর লক্ষ্যে অর্থমন্ত্রী ৫০টি নতুন বিমানবন্দর, এরোড্রোম ও হেলিপোর্ট বানানোর কথাও ঘোষণা করেছেন, যার জন্য সরকার অর্থায়ন করবে।

নির্মলা সীতারমন বাজেট পেশ করার সময়ে একদিকে যেমন বলেছেন ১০০ বছরে ভারতের অর্থনীতি কেমন হবে তার ব্লু প্রিন্ট এই বাজেট বলে যেমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তেমনই তিনি জানিয়েছেন এই বাজেটের ফোকাস হল সার্বিক উন্নয়ন, দেশের সব জায়গা পর্যন্ত পৌঁছনো, পরিকাঠামো তৈরি ও বিনিয়োগ, উন্নতি হতে পারে এমন জায়গাগুলি চিহ্নিত করা, সবুজ উন্নয়ন, যুবসমাজ ও অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়ন।

বাজেট পেশ কওে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, এটি অমৃত কালের প্রথম বাজেট। ভারতীয় অর্থনীতি সঠিক পথে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। নির্মলা সীতারমন বলেছেন, দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবে এই বাজেট পেশ হল। আমাদের দৃষ্টি অর্থনৈতিক সংস্কারের দিকে। তাঁর কথায়, আমরা করোনার সময় নজর দিয়েছি, দেশের কেউ যেন অভুক্ত না থাকে।

ভারতের জি-২০ সভাপতিত্ব সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, বৈশ্বিক চ্যালেঞ্জের এই সময়ে ভারতের জি-২০ সভাপতিত্ব বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় ভারতের ভূমিকাকে শক্তিশালী করার এক অনন্য সুযোগ। ২০১৪ সাল থেকে সমস্ত নাগরিকের জন্য একটি উন্নতমানের ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করেছে সরকার। এই ৯ বছরে ভারতীয় অর্থনীতি দশমতম থেকে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হয়েছে।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা বলেছেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অমৃত কালের প্রথম বাজেট উন্নত ভারত গড়তে শক্তিশালী ভীত তৈরি করবে। এই বাজেট দরিদ্র, মধ্যবিত্ত, কৃষক-সহ উচ্চাকাঙ্ক্ষী সমাজের স্বপ্ন পূরণ করবে।

প্রধানমন্ত্রী বলেছেন, এই বাজেট টেকসই উন্নয়ন, সবুজ প্রবৃদ্ধি, সবুজ অর্থনীতি, সবুজ পরিকাঠামো এবং সবুজ চাকরির নতুন পরিচয় দেবে। প্রধানমন্ত্রীর কথায়, ডিজিটাল পেমেন্টের সাফল্য নিতে হবে আমাদের। এই রূপকল্প নিয়ে এবারের বাজেটে আমরা ডিজিটাল কৃষি অবকাঠামো নিয়ে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, শহর থেকে গ্রামীণ, আমরা আমাদের নারীশক্তির জীবনকে উন্নত করার জন্য কাজ করছি। মহিলা স্ব-সহায়তা গোষ্ঠী আমাদের মহিলাদের নতুন শক্তি দিচ্ছে।

এদিকে ভারতীয় লোকসভায় পেশ করা এই বাজেটের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এটিকে একটি ‘সুবিধাবাদী বাজেট’ বলে মন্তব্য করেছেন তিনি। তিনি বলেন, এই বাজেটে দরিদ্ররা বঞ্চিত হয়েছে, আর সমাজের একাংশ অধিক লাভবান হয়েছে।