ভারত মহাসাগরে চীনের একটি মাছ ধরার নৌকা ডুবে ৩৯ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ক্রুদের মধ্যে চীনসহ অন্যান্য দেশের নাগরিকও রয়েছেন। চীনেরা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৬ মে) ভোরে এ নৌকাডুবি ঘটেছে। নিখোঁজ ক্রুদের মধ্যে চীনের ১৭ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন এবং ফিলিপাইনের ৫ জন রয়েছেন।
মাছ ধরার ওই নৌকা ডুবে যাওয়ার সঠিক অবস্থান চিহ্নিত করা হয়নি। এতে কেবল প্রকাশ করা হয়েছে যে, ভারত মহাসাগরের কেন্দ্রস্থলে এ নৌকাডুবি ঘটেছে। ভারত মহাসাগর মূলত দক্ষিণ এশিয়া ও আরব উপদ্বীপ থেকে পূর্ব আফ্রিকা এবং পশ্চিম অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত।
চীনের মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ সেন্টার দুর্ঘটনার বিষয়ে আশপাশের দেশগুলোকে অবহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, ফিলিপিন্সসহ অন্যান্য দেশের থাকা তাদের মিশনগুলোকে তল্লাশি ও উদ্ধার অভিযান সমন্বয় করার নির্দেশ দিয়েছে।