সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরের নিচু এলাকায় আবারও দেখা দিয়েছে জলাবদ্ধতা। নগরের বিভিন্ন এলাকার সড়কে হাঁটু পর্যন্ত পানি দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন দৈনন্দিন কাজে বের হওয়া সাধারণ মানুষ।

শনিবার দিনভর থেমে থেমে বৃষ্টি হলেও মধ্যরাত থেকে চট্টগ্রামে বৃষ্টির মাত্রা বেড়ে যায়। টানা এই বৃষ্টিতে তলিয়ে গেছে নগরের নিচু এলাকাগুলো। এতে সাধারণ অফিসগামী মানুষের পাশাপাশি চরম দুর্ভোগে পড়েছে পরীক্ষার্থীরা। বৃষ্টি ও জলাবদ্ধতার কবলে পড়ে যথাসময়ে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়েও শঙ্কায় পড়েন অভিভাবকরা।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত রাত ১২টা থেকে সকাল ৯টা পর্যন্ত নগরে ১৪৪ দশমিক ৬ মিলিমিটার এবং রোববার (২৭ আগস্ট) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অফিস। একইসময়ে ৭৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।

সরেজমিনে দেখা গেছে, বৃষ্টিতে চকবাজার, কাতালগঞ্জ, রেয়াজুদ্দিন বাজার, বাকলিয়া, হালিশহর, ষোলশহর, শুলকবহর, বহদ্দারহাট, মুরাদপুর, ডিসি রোডসহ নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

জলাবদ্ধতার কারণে রোববার (২৭ আগস্ট) থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে ১১টা থেকে শুরু হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ বার্তা২৪.কম-কে বলেন, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম মহানগর এলাকার কেন্দ্রগুলোতে পরীক্ষা এক ঘণ্টা পিছিয়ে ১১টায় পরীক্ষা শুরু করা হয়েছে। শিক্ষার্থীরা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হতে পারেনি।