দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ দেয়া বীর শহীদদের। একুশের প্রথম প্রহরে রাজধানী ঢাকাসহ সারাদেশের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও নানা শ্রেণিপেশার মানুষ। গেল কয়েকবছর করোনা মহামারির জন্য বিধিনিষেধের মধ্যে পালিত হলেও এবার কেটে গেছে সেই বাধ্যবাধকতা। তাই যেন শহীদ বেদী ছেয়ে গেছে শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্য।
আগের বছরগুলোতে করোনা মহামারির নানা বিধিনিষেধের মধ্য দিয়ে পালিত হয় ২১ ফেব্রুয়ারি। তবে সেসব বাধ্যবাধকতা কেটে গেছে এই বছর। তাই রাজধানীর পাশাপাশি সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে জেলার কেন্দ্রীয় ও স্থানীয় শহিদ বেদী ভরে উঠে ফুলেল শ্রদ্ধায়।
একুশের প্রথম প্রহরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র। পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের কর্র্মর্কর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। শেষে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের জনতা।
বরিশালে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবিক্ষন কমিটির আহবায়ক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লার পক্ষে বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে বিসিসির পক্ষে সিটি মেয়র ফুল দেন। এর পরে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ বেদীতে ফুল দেয়া শেষ হলে সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বেদী।
ভাষা শহীদেদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে খুলনায়। প্রথম প্রহরে খুলনা শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে খুলনা সিটি মেয়র, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে রংপুরে প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন বিভাগীয় কমিশনার, রংপুর সিটি মেয়রসহ প্রশাসনের কর্মকর্তারা। পরে সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সারাদেশের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন রাজশাহী নগর আওয়ামী লীগের নেতারা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের জনগণ।
এছাড়া সাতক্ষীরা, নাটোর, শরীয়তপুর, মেহেরপুর, গাইবান্ধা, কুমিল্লা, চাপাইনবাবগঞ্জ, রাজবাড়ি, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ময়মনসিংসহ দেশের প্রতিটি জেলায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি।