কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে আরও ১ হাজার ২৪২ জন রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসনচরে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (পহেলা মার্চ) বিকেলে নৌবাহিনীর চারটি জাহাজে করে তাদের ভাসানচরে নেয়া হয়। এ নিয়ে আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার।

ভাসানচর ক্যাম্পের ইনচার্জ রফিকুল হক জানান, কক্সবাজার থেকে জাহাজে করে আনা রোহিঙ্গাদের প্রথমে নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নেয়া হয়। পরে বাসে করে করে তাদের আশ্রয়ণ কেন্দ্রের ক্লাস্টারে নেয়া হয়।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (ভাসনচর) মো. মাহফুজার রহমান (উপসচিব) জানান, আশ্রয়ণ কেন্দ্র সম্পর্কে রোহিঙ্গাদের ধারণা দিতে গো অ্যান্ড সি ভিজিট এর আওতায় যাওয়া ১১০ জনসহ মোট ১ হাজার ২৪২ রোহিঙ্গা ভাসানচরে এসেছে।

প্রসঙ্গত, নোয়খালীর ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ই ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসনচরে আনা হয়। এরপর ২৩ ধাপে ৩৫ হাজার রোহিঙ্গাকে আশ্রয়ণ কেন্দ্রে আনা হয়। ১৩ হাজার একর আয়তনের এই চরে এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। ভাসানচরের পুরো আবাসন প্রকল্পটি বাস্তবায়ন ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে নৌবাহিনী।