একুশে পদকপ্রাপ্ত ভাস্কর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক শামীম সিকদারের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর পারিবারিক কবরস্থানে বাবা মা’র কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এর আগে রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্সে জুমার নামাজের পর শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে র্দীঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ী, ছাত্র, বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষেরা।
এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামীম সিকদারের মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। শামীম সিকদার নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন।
দেশে ভাস্কর্য চর্চার ইতিহাসে বেশ আলোচিত ছিলেন শামীম সিকদার । ১৯৫৫ সালের ৯ই আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক হিসেবে যোগ দেন। পরে লন্ডনে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
মাঝে মধ্যে দেশে আসতেন। ঢাকায় নিউ ইস্কাটনের বাসায় অবস্থান করে ভাস্কর্য গড়ার কাজ করতেন তিনি। শামীম সিকদার ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিখ্যাত ‘স্বোপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্য নির্মাণ করেন। ভাস্কর্যটির বেদিতে বাঙালির মুক্তিযুদ্ধ ও নানা আন্দোলন সংগ্রামের ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে।