দুবাইয়ে পৌঁছে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। একঝাঁক ভক্তদের মাঝে পড়ে একেবারে তার প্রাণ ওষ্ঠাগত। ভিড় ঠেলে বের হতে গিয়ে রীতিমতো অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন তিনি। গোটা বিষয়টা যে এমন ঘটবে, তা স্বপ্নেও ভাবতে পারেননি নায়িকা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন দিশা। সেখানেই ঘটেছে গণ্ডগোল। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গেছে ভক্তদের মাঝখানে পড়েছেন তিনি। ভিড় এতটাই ছিল যে একেবারে অস্বস্তিতে পড়ে যান। এমনকি, ভিড় থেকে কয়েকজন দিশার গায়েও হাত দিতে শুরু করেন। যেহেতু তিনি একটু খোলামেলা পোশাক পরেছিলেন, সেকারণে আরও একটু বেশি বিপাকে পড়েন।

এমনিতে দিশা-ভক্তদের সঙ্গে ভালো ব্যবহারই করে থাকেন। তবে এবারটা যেন বিরক্তই হলেন তিনি। তবে এই ঘটনা নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছেন এই বলিউড সুন্দরী।