রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়ের জন্য শনিবারের রাতটা ছিল দুই বিপরীত অভিজ্ঞতার।এদিন ওসাসুনার বিপক্ষে লস ব্লাঙ্কোদের জয়ের নায়ক ছিলেন তিনি। তবে সেই আনন্দে মাঠ ছাড়ার আগে জানলেন পরের ম্যাচ পড়তে হচ্ছে নিষেধাজ্ঞার খড়গে।
দাপুটে ফুটবলে প্রতিপক্ষের মাঠে শনিবার লীগ ম্যাচটি ৪-২ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত ছন্দে থাকা এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারের সর্বশেষ চার ম্যাচে গোলসংখ্যা এখন ৬।একটি করে গোল আসে ব্রাহিম দিয়াস ও দানি কারভাহাল ।ওসাসুনার দুই গোলদাতা আন্তে বুদিমি ও মিডফিল্ডার ইকার মুনোজ।
প্রতিপক্ষের মাঠে ম্যাচে লিড পেতে বেশি সময় লাগেনি রিয়ালের। চতুর্থ মিনিটে প্রতিপক্ষ ডিফেন্ডার সতীর্থের দেওয়া ব্যাক-পাস নিয়ন্ত্রণে রাখতে পারেননি, তার থেকে বল কেড়ে নিয়ে সামনে আগানো গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান ভিনিসিয়ুস। যদিও তাদের স্বস্তি বেশিক্ষণ থাকেনি। মিনিট তিনেক পরই সমতায় ফেরে ওসাসুনা। রিয়ালের বক্সে কর্নার ক্লিয়ার করতে ব্যর্থ হওয়ায়, বল পেয়ে যান স্বাগতিক ফরোয়ার্ড বুদিমির। তিনি কাছ থেকে ভলিতে দেওয়া গোলে স্কোরলাইন সমান করে ফেলেন।
এরপর রিয়ালের ফের এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল, কিন্তু ভিনি সেটি হাতছাড়া করেন। এরপর রদ্রিগোর কোনাকুনি শটও ফিরিয়েছেন ওসাসুনা গোলরক্ষক সার্জিও হেরেরা। ১৮ মিনিটে রিয়ালকে ফের এগিয়ে দেন কারভাহাল। দিয়াজের ক্রসে পাওয়া বল কাটব্যাক করে ভালভার্দে বাড়ান এই স্প্যানিশ ডিফেন্ডারের কাছে। সাইডফুট ভলিতে তিনি বল জালে পাঠান। বিরতির আগেই সেই গোল প্রায় শোধ দিয়ে ফেলেছিল স্বাগতিকরা। কিন্তু বক্সের বাইরে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক সেভে সেটি হতে দেননি রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন। তবে এরপরই অস্বস্তির ঘটনা, রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ভিনি। যা লিগে তার টানা তিন ম্যাচের অভিজ্ঞতা।
বিরতির পর রিয়াল আরও আগ্রাসী হয়ে ওঠে। তারই সুযোগে ৬১ মিনিটে ব্রাহিম দিয়াজের গোল। ভালভার্দের থ্রু বল ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ এই মরক্কান উইঙ্গার। মিনিট তিনেক বাদেই সেই ব্যবধান তিনে নিয়ে যান ভিনিসিয়ুস। অ্যান্টোনিও রুডিগার ও ভালভার্দে হয়ে বল পান এই ব্রাজিলিয়ান, এরপর কোনাকুনি শটে স্কোরলাইন ৪-১ করেন। এ নিয়ে সর্বশেষ চার ম্যাচে ৬ গোল করলেন ভিনি। চলতি মৌসুমে লা লিগায় ১২তম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮তম গোল তার।
যদিও তিনি শেষ পর্যন্ত মাঠে ছিলেন না, নির্ধারিত সময় শেষের পাঁচ মিনিট আগে ভিনিকে বদলি করে নামানো হয় তুর্কি তরুণ আর্দা গুলারকে। গোলও পেতে পারতেন তিনি, তবে যোগ করা সময়ে গুলারের একটি শট ক্রসবারে লাগে। তার আগে ইকার মুনোজ গোল দিয়ে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান। বল জড়ায় রিয়াল কিপারের দুই পায়ের ফাঁক দিয়ে। আনচেলত্তির অধীনে এদিন ২৭৭তম ম্যাচ খেলে রিয়াল, যেখানে তিনি ২০০তম ম্যাচ জিতেছেন। সবমিলিয়ে ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের জয় ৯০০ ম্যাচ।
এই জয়ে ২৯ ম্যাচে শীর্ষে থাকা রিয়ালের পয়েন্ট দাঁড়াল ৭২। দুইয়ে থাকা জিরোনার পয়েন্ট ৬২ এবং এক ম্যাচ কম খেলে বার্সেলোনার পয়েন্ট ৬১।