ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি জনবহুল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। গত রাত সাড়ে ১২টার সময় ভবনেটিতে আগুন লাগে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এপি।
আল জাজিরা তাদের এক প্রতিবেদনে ভিয়েতনাম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে ভবনটিতে আগুন লাগার পর বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। সে সময় ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিল বলে জানা গেছে। ইলেকট্রিক বাইক বিক্রি ও মেরামতের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহৃত দুই ভবনের মধ্যবর্তী ফাকা জায়গা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটাররা সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ভিয়েতনাম নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় আগুনের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। আগুনের সময় ভবনটিতে ২৪ জন বাসিন্দা ছিল বলে জানা গেছে।
দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভিয়েতনামের রাজধানীতে একটি সরু গলিতে পাঁচতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার ফাইটার সাতজনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ইলেকট্রিক বাইক বিক্রি ও মেরামতের জন্য গ্যারেজ হিসেবে ব্যবহৃত ভবনের সামনের একটি ছোট উঠান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।
গত বছরের সেপ্টেম্বরে রাজধানী হ্যানয়কে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ৫৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুসহ আরও ৩৭ জন আহত হয়।