ভিয়েতনামে তিন দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির তাণ্ডবে প্রাণহানি ২২৬ জনে পৌঁছেছে। টাইফুনের প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। এদিকে, হারিকেন ফ্র্যানসিনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার অঙ্গরাজ্য লুইসিয়ানায়। ভারী বৃষ্টির কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লি। নাইজেরিয়ার বোরনো প্রদেশে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে ক্রমেই বাড়ছে প্রাণহানির সংখ্যা। তিরিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুনটি গত শনিবার স্থলভাগে আছড়ে পড়ে। এরপর বিভিন্ন জায়গায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত শতাধিক মানুষ নিখোঁজ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যানয় প্রদেশ। ধ্বংস হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি। তুমুল ঝড়বৃষ্টির কারণে দেশটির উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আড়াই লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। গোটা দেশেই চলছে বিদুৎ বিভ্রাট।
এদিকে, প্রলয়ঙ্করী হারিকেন ফ্র্যান্সিনের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার অঙ্গরাজ্য লুইসিয়ানার উপকূলীয় এলাকায়। হারিকেন অনেকটা দুর্বল হয়ে পড়লেও এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন বহু এলাকা। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যার সতর্কতা জারি রেখেছে আবহাওয়া বিভাগের। আপস্…
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোরনোর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। একটি জলবিদ্যুৎকেন্দ্রের বাঁধ ভেঙে গেছে। পানিবন্দী প্রায় ১০ লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে বিপুল পরিমাণ জমির ফসল এবং হাজার হাজার বাড়িঘর। প্রদেশটির কর্মকর্তারা জানিয়েছেন, অঞ্চলটিতে গত দুই দশকের মধ্যে এত ভয়াবহ বন্যা দেখা যায়নি। বন্যার পানির সঙ্গে লোকালয়ে ভেসে এসেছে সাপ ও কুমির।
বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির কবলে পড়েছে ভারতের রাজধানী দিল্লিসহ আশপাশের অঞ্চল, শহরের বেশ কয়েকটি অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে, কমলা সতর্কতা জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ।