সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে ভুটানকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (সোমবার) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৮-১ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়েছিল। পরবর্তীতে দ্বিতীয়ার্ধে নেমে তার সঙ্গে আরও এক হালি গোল পূর্ণ করেন। আর বাংলাদেশের জালে কেবল একবার বল পাঠাতে সক্ষম হয় ভুটান।

এর আগে উদ্বোধনী খেলায় ভারত ৪-১ গোলে হারায় নেপালকে। খেলার প্রথমার্ধে ভারত ৩-০ গোলে এগিয়ে ছিলো।

সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে এবার অংশগ্রহণ করছে পাঁচ দল। ইউরোপীয় দেশ রাশিয়া সাফের চার দলের বাইরে থেকে অংশ নিয়েছে। আগামী বুধবার তারা স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলবে। পাঁচ দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। পরবর্তীতে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে।