ভুটানকে হারিয়ে অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা জিততে বাংলাদেশের লড়তে হবে নেপালের সাথে। আজ (মঙ্গলবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

চার দলের টুর্নামেন্টে আগেই ফাইনাল নিশ্চিত করেছে নেপাল। বাংলাদেশের ফাইনালে যেতে আজ ড্র করলেই হতো। এমন ম্যাচে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ পেয়েছিল ভুটানকে। যারা প্রথম দুই ম্যাচেই হেরেছে। অপেক্ষাকৃত দুর্বল ভুটনাকে এদিন কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের ২২তম মিনিটে অধিনায়ক শামসুন্নাহারের পাস থেকে দলকে এগিয়ে নেন আকলিমা। পরের মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। তবে শট লক্ষ্যে রাখতে পারেননি শাহেদা আক্তার। এরপর ২৯ মিনিটে উন্নতির কর্নার থেকে শামসুন্নাহারের হেডে বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। বিরতির ৫৩তম মিনিটে অধিনায়ক শামসুন্নাহার করেন নিজের দ্বিতীয় গোল।

৬০ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন আকলিমা খাতুন। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেন অধিনায়ক শামসুন্নাহার। বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ ব্যবধানে।

৫ গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর আরো সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু আকলিমা, শামসুন্নাহার ও রিপারা সে সুযোগ কাজে লাগাতে না পারায় ৫-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক মেয়েরা।

আগামী ৯ই ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এখন নেপাল।