ভুয়া ও মিথ্যা মামলা করা ব্যক্তিদের বিরুদ্ধে বড় ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে উপদেষ্টা এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
দেশে এখন মিথ্যা এবং ভুয়া মামলা হচ্ছে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। যারা এই ধরনের মামলা করছে, তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা চালকরা জনভোগান্তি সৃষ্টি না করে আন্দোলন করতে চাইলে বাঁধা দেয়া হবে না। কিন্তু আন্দোলনের কারণে জনভোগান্তি কাম্য নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী সমস্যাটির সমাধান করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য অবসরে যাওয়া পুলিশ ও আনসার বাহিনীর ৫০০ জন সদস্যকে ফিরিয়ে এনে কাজে দায়িত্ব দেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।