ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে এপেন্ডিসাইটিস অপারেশন করাতে গিয়ে মারা গেছেন পঞ্চম শ্রেণির ছাত্রী তাছিয়া জাহান তনায়া (১২)। তিনি সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসায় তাদের সন্তানকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) কেরানীগঞ্জের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ চিকিৎসককে আটক করা হয়েছে।
নিহতের বাবা মনিরুজ্জামান জানান, পেটের ব্যাথা নিয়ে মেয়েকে সোমবার কেরানীগঞ্জের আদ দ্বীন হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা অ্যাপেন্ডিক্সের অপারেশন করাতে হবে বলে ভর্তি করান। মঙ্গলবার দুপুর ২টার দিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তনয়াকে। অনেক সময় পার হয়ে গেলেও অপারেশনের কোনো আপডেট আমাদের দিচ্ছিল না ডাক্তার।
তিনি আরও জানান, অপারেশন থিয়েটারে দীর্ঘ সময় পার হলেও কোনো খবর দিচ্ছিলো না তখন আমারা চিল্লাচিল্লি করলে, আমাদের ভেতরে ডেকে নিয়ে বলে আপনাদের রোগী মারা গেছে। আমার বাচ্চাটা সুন্দরভাবে হেঁটে গেল আর মরদেহ হয়ে ফিরল। আমি এই চিকিৎসকের বিচার চাই যেন আর কোনো বাবা-মা সন্তান হারা না হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাহাবুব আলম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জন চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এর আগে চলতি বছর ৯ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করতে গিয়ে শিশু শিক্ষার্থী আয়ানের মৃত্যু হয়েছে।