৮১তম ভেনিস উৎসবের শুরু থেকেই আলোচিত ছিল ‘বেবিগার্ল’ সিনেমার নিকোল কিডম্যানের নাম। ৭ সেপ্টেম্বর  ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে প্রতিযোগিতা বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় নিকোল কিডম্যানের। তবে নিজ হাতে পুরস্কারটি নিতে পারলেন না অভিনেত্রী।

অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নিকোল কিডম্যানের মায়ের মৃত্যুসংবাদ আসে। তড়িঘড়ি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নিকোল। তাঁর হয়ে সেরা অভিনেত্রীর পুরস্কারটি গ্রহণ করেন বেবিগার্ল সিনেমার নির্মাতা হালিনা রেজিন। তিনিই জানান অভিনেত্রীর মায়ের মৃত্যুর খবর, পড়ে শোনান নিকোলের লিখিত বক্তব্য।

এবার স্বর্ণসিংহ পাওয়া দ্য রুম নেক্সট ডোর সিনেমায় দেখানো হয়েছে মার্থা ও ইনগ্রিড নামের দুই নারীর গল্প। যারা একসময় নিউইয়র্কে একই ম্যাগাজিনে কাজ করত। ইনগ্রিড এখন জনপ্রিয় ঔপন্যাসিক। ক্যানসারে ভুগছে সে। এমন পরিস্থিতিতে মার্থার সঙ্গে আবারও যোগাযোগ করে ইনগ্রিড।

এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে স্বর্ণসিংহের জন্য লড়েছে ২১টি সিনেমা। বিশ্বের প্রাচীনতম এই উৎসব দিয়ে হলিউডে শুরু হয় অ্যাওয়ার্ডের মৌসুম। এ আসরে অংশ নেওয়া কিংবা জয়ী হওয়া সিনেমাগুলোই অস্কারসহ বিভিন্ন অ্যাওয়ার্ড শোতে এগিয়ে থাকে। গত তিন বছরে ভেনিসে নির্বাচিত সিনেমাগুলোর বেশিরভাগই অস্কারে মনোনয়ন পেয়েছে।