পদ্মা সেতু চালু হওয়ায় এবার ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। ঈদের ছুটির প্রথম দিনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ছিলো না যানবাহনের চাপ। এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও, স্বল্প সময়ের মধ্যে পার হতে পারছে। তাই স্বস্তি নিয়েই ঈদযাত্রা চলছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মনুষের।

ঈদের ছুটির প্রথম দিনে পদ্মা সেতু হয়ে বাড়ি ফেরার জন্য দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢল নামে। দূরপাল­ার বাসগুলো যাত্রী বোঝাই করে ছুটে চলেছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে।

শুক্রবার সকাল থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানচলাচল স্বাভাবিক ছিলো। এক্সপ্রেসওয়ের টোল প্লাজার সামনেও নেই যানবাহনের চাপ। স্বল্প সময়ে টোল দিয়ে পার হচ্ছে যানবাহন।

শেকড়ের টানে বাড়ি ফেরা মানুষের চোখেমুখে স্বস্তির ছাপ। কেননা পদ্মা সেতুর কারণে মূহুর্তের মধ্যে প্রমত্তা নদী পাড়ি দিয়ে পৌঁছে যাচ্ছেন আপন ঠিকানায়। ঘাটের বিড়ম্বনা আর ফেরির জন্য অপেক্ষার দিন শেষ হওয়ায় খুশি এই অঞ্চলের মানুষ।

নিষেধাজ্ঞা থাকায় এক্সপ্রেসওয়েতে ছিলো না মোটরসাইকেল চলাচল। সেতুর দুই পাশে মনোরম এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল করছে নির্বিঘেœ।